বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরে বিভিন্ন শুন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে মোট ১৭টি পদে ১২৬ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।
সংক্ষিপ্ত তথ্য:
প্রতিষ্ঠান: গণগ্রন্থাগার অধিদপ্তর
ধরন: সরকারি চাকরি (স্থায়ী)
মোট পদ সংখ্যা: ১৭টি
মোট লোক নিয়োগ: ১২৬ জন
যোগ্যতা: ৮ম শ্রেণি/এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা (পদভেদে)
অভিজ্ঞতা: নতুন ও অভিজ্ঞ উভয়েই আবেদনযোগ্য
বয়স: ১ জুলাই ২০২৫ তারিখে ১৮-৩২ বছর (পদভেদে)
বেতন স্কেল: ৮,২৫০/- থেকে ২৬,৫৯০/- টাকা
আবেদন মাধ্যম: অনলাইন (http://dpl.teletalk.com.bd)
ফি: ৫৬/- অথবা ১১২/- টাকা (টেলিটক প্রিপেইড মোবাইল থেকে)
আবেদন শুরুর তারিখ: ৪ আগস্ট ২০২৫ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা
ওয়েবসাইট: www.publiclibrary.gov.bd
পদের তালিকা ও সংখ্যা:
1. কম্পিউটার অপারেটর – ৯ জন
2. টেকনিক্যাল সহকারী (ক্যাটালগার) – ১ জন
3. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর – ১ জন
4. পাঠকক্ষ সহকারী – ২ জন
5. রেফারেন্স অ্যাসিস্টেন্ট – ৩ জন
6. হিসাব রক্ষক – ৬ জন
7. লাইব্রেরি অ্যাসিস্টেন্ট – ২৩ জন
8. লাইব্রেরি সহকারী – ৩ জন
9. ডাটা এন্ট্রি অপারেটর – ২৩ জন
10. একাউন্টস অ্যাসিস্টেন্ট – ১ জন
11. ক্যাশিয়ার – ১ জন
12. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৪ জন
13. ড্রাইভার – ১ জন
14. ডেসপাচ রাইডার – ১ জন
15. অফিস সহায়ক – ৬ জন
16. অফিস সহায়ক কাম-নিরাপত্তা প্রহরী – ৮ জন
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://dpl.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফি টেলিটক মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে।
দ্রষ্টব্য:
- আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে দেখুন।
- আবেদন ফি যথাসময়ে পরিশোধ করুন, না হলে আবেদনপত্র বাতিল হতে পারে।
- কোটাসংক্রান্ত সকল নিয়মাবলী বিজ্ঞপ্তিতেওউল্লেখ থাকবে।
- যেকোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নিচে দেওয়া যোগাযোগ করুন বাটনে ক্লিক করে।
সরকারি বেসরকারি সকল চাকরির আবেদন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।