২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য প্রাইভেট পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২ মার্চ ২০২৫ থেকে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশনা প্রকাশ করেছে।
যেসব শিক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় ২০২০ সাল বা তৎপূর্ববর্তী বছরে, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় ২০১৯ সাল বা তৎপূর্ববর্তী বছরে উত্তীর্ণ হয়েছেন, তারাই ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন।
আবেদন করার শর্তাবলি
১. পাঠ্যক্রম ও বিধিনিষেধ
পরীক্ষার্থীদের ২০২৫ সালের নতুন পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
শুধুমাত্র মানবিক, ব্যবসায় শিক্ষা এবং ইসলামি শিক্ষা শাখায় অংশ নেওয়া যাবে।
চতুর্থ বিষয় গ্রহণ বা ব্যবহারিক বিষয় (আইসিটি ছাড়া) নেওয়া যাবে না।
২. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ
পরীক্ষার্থীদের বোর্ড-নির্ধারিত যেকোনো একটি কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।
শিক্ষক, পুলিশ, প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও শারীরিক/দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
৩. পরীক্ষা কেন্দ্র
পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে আবেদন করবেন, সেই কলেজের নির্ধারিত কেন্দ্রেই পরীক্ষা দিতে হবে।
কেন্দ্র পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. আবেদন জমা ও ফি
প্রার্থীকে ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ২০২৫ এর মধ্যে সাদা কাগজে আবেদন করতে হবে।
তালিকাভুক্তি ফি: ১০০ টাকা
রেজিস্ট্রেশন (cSIF) অনলাইনে করতে হবে ১২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০২৫ এর মধ্যে।
প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণকৃত ফরম বোর্ডে জমা দিতে হবে ২ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে।
৫. আবশ্যিক কাগজপত্র
এসএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রের সত্যায়িত কপি
প্রবেশপত্র (যদি পূর্বে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন)
চরিত্র ও পরীক্ষার যোগ্যতার প্রত্যয়নপত্র
২ কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রার্থীর নাম ও স্বাক্ষরসহ
শিক্ষক/পুলিশ/সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে চাকরির মেয়াদের প্রমাণপত্র
দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের ক্ষেত্রে শ্রুতলেখকের আবেদন
৬. রেজিস্ট্রেশন কার্ড ও সংশোধন
রেজিস্ট্রেশন কার্ড ও PROBLEMATIC PRINT OUT সংগ্রহ করতে হবে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে।
প্রয়োজনীয় সংশোধন করে জমা দিতে হবে ২০ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে।
৭. নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ
বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ যেকোনো তিনটি নৈর্বাচনিক বিষয়
প্রতিটি বিষয়ের পূর্ণমান: ১০০
সময়: ৩ ঘণ্টা
৮. রেজিস্ট্রেশনের মেয়াদ
প্রাইভেট রেজিস্ট্রেশন শুধু এক বছরের জন্য বৈধ।
৯. বিষয় নির্বাচন
গুচ্ছ অনুযায়ী বিষয় নির্বাচন করতে হবে। গুচ্ছবহির্ভূত বিষয় নিলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
১০. আবেদন বাতিলের অধিকার
শিক্ষা বোর্ড প্রয়োজনে যেকোনো আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
অনুমোদিত কলেজের তালিকা (যেখানে প্রাইভেট পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন):
১. কবি নজরুল সরকারি কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
২. শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
৩. ভাষানটেক সরকারি কলেজ, কাফরুল, ঢাকা
৪. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা
৫. সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ
৬. সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ
৭. সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ
৮. ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর
৯. নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী
১০. গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ
১১. কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল
১২. নাগরপুর সরকারি কলেজ, টাঙ্গাইল
১৩. সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর
১৪. শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর
১৫. মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর
১৬. রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী
১৭. সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
১৮. শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, আবুধাবি
উপসংহার:
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেটভাবে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য বোর্ডের দেওয়া নিয়মাবলি অনুসরণ করা বাধ্যতামূলক। সময়সীমা মেনে যথাযথ কাগজপত্রসহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে পরীক্ষায় অংশ নেওয়া সহজ হবে।
সতর্কতা: ভুল তথ্য প্রদান বা নিয়ম লঙ্ঘন করলে আবেদন বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
দ্রষ্টব্য:
এইচএসসি ২০২৫ প্রাইভেট পরীক্ষার জন্য ফরম পূরণ, রেজিস্ট্রেশন ও সংশ্লিষ্ট সকল কাজের সময়সীমা অত্যন্ত কঠোরভাবে অনুসরণযোগ্য। সময়সীমা পেরিয়ে গেলে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
এছাড়া, নির্ধারিত কলেজ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
প্রার্থীদের প্রতি অনুরোধ, আবেদনপত্র পূরণ ও নথিপত্র দাখিলের আগে প্রতিটি নির্দেশনা ভালোভাবে পড়ে নিশ্চিত হয়ে কাজ সম্পন্ন করুন।
বিঃদ্রঃ: বোর্ড কর্তৃক যেকোনো সময় নির্দেশনায় পরিবর্তন আনা হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ রাখুন।