২০২২–২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়
মাস্টার্স (নিয়মিত) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩
স্মারক নং-১৬(৭৫)জাতীয়বি:/রেজিঃ/এডমি:/মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি/২০২২-২০২৩/০৩০২
তারিখ: ১৩/০৫/২০২৫

২০২২–২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি বিষয়ক ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ১৮ মে ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ২৮ মে ২০২৫ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের admission ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে সম্পন্ন করতে হবে।

প্রার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এবং আবেদন ফরমের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। কলেজ কর্তৃক প্রার্থীর প্রাথমিক আবেদন নিশ্চিত করার পর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি ফি বাবদ নির্ধারিত ২০০/- (দুইশত) টাকা সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের admission ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি, Important Notice এবং অনলাইন ভর্তি গাইডলাইন-এ পাওয়া যাবে।

১। আবেদন করার যোগ্যতা:

ক) ২০২০ অথবা ২০২১ সালের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ (পাস) প্রার্থীগণ মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

খ) প্রার্থীদের অনার্স (সম্মান) পরীক্ষায় সিজিপিএ স্কেলে সর্বনিম্ন ২.২৫ প্রাপ্ত হতে হবে এবং ৪৫% নম্বর প্রাপ্ত হতে হবে।

গ) যেসব প্রার্থী ইতিপূর্বে মাস্টার্স (প্রাইভেট) অথবা মাস্টার্স (নিয়মিত)/১ম পর্ব (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে আবেদন করতে পারবে না।

ঘ) শিক্ষার্থীকে অবশ্যই তার অনার্স পাশের ৫ বছরের মধ্যে আবেদন করতে হবে।

ঙ) ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শেষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) শ্রেণিকক্ষে পাঠদান আগামী ০১ জুলাই ২০২৫ তারিখ থেকে শুরু হবে।

চ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে দ্বিতীয় বার ভর্তি হওয়া যাবে না।

২। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচি:

ক্রমিক বিষয় তারিখ

ক) অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও আবেদন ফি সংরক্ষণ করার তারিখ ১৮/০৫/২০২৫ থেকে ২৮/০৫/২০২৫
খ) আবেদনপত্রের প্রিন্ট কপি ও আবেদন ফি ৩০০/- টাকা কলেজে জমাদান ১৯/০৫/২০২৫ থেকে ২৯/০৫/২০২৫
গ) কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চিতকরণের সর্বশেষ সময়সীমা ২০/০৫/২০২৫ থেকে ৩০/০৫/২০২৫
ঘ) কলেজ কর্তৃক আবেদনকারীদের অনুকূলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ২০০/- টাকা আবেদন ফি সোনালী সেবায় জমা প্রদানের তারিখ ২৬/০৫/২০২৫ থেকে ৩১/০৫/২০২৫

উল্লেখ্য, প্রার্থীকে আবেদনপত্রের Application Payment Info (Masters Reg.) থেকে Pay Slip ডাউনলোড করে সংশ্লিষ্ট শাখায় ২০০/- টাকা জমা দিতে হবে।

৩। ভর্তি প্রক্রিয়া, নম্বর পদ্ধতি ও ফলাফল:

ক) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে প্রাপ্ত নম্বর/সিজিপিএ ভিত্তিক মেধাক্রম অনুসারে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

খ) আবেদনকারীর প্রদত্ত তথ্য যাচাই করে অনৈতিক বা মিথ্যা তথ্য প্রদান করলে ভর্তি বাতিল হবে।

গ) নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

৪। অন্যান্য নির্দেশনাবলী:

ক) প্রার্থীকে নিজের মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে।

খ) অনলাইন ফরম পূরণ সংক্রান্ত সহায়তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গ) আবেদন সম্পর্কিত যেকোনো তথ্য জানার জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

ঘ) ভর্তির পর User ID, Password ও OTP ব্যবহার করে আবেদন সংক্রান্ত তথ্য Login করে দেখা যাবে।

ঙ) আবেদনসংক্রান্ত যেকোনো তথ্য SMS করে পাওয়া যাবে। ফরম্যাট:
nu<space>atmf<space>roll no
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ!✨

নবীনতর পূর্বতন

 

 আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে যুক্ত হন

নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলগুলো ফলো করুন। সরকারি ও বেসরকারি চাকরির সঠিক তথ্য পেতে নির্ভরযোগ্য হোন!



نموذج الاتصال