২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
ভর্তির জন্য প্রযোজ্য কোর্সগুলো:
চার বছর মেয়াদি: ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (BSc in Nursing), তিন বছর মেয়াদি: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
আবেদনের সময়সূচি (আপডেট):
- আবেদন শুরু: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার)
- আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
- আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: ৭ এপ্রিল ২০২৫ (রাত ১১:৫৯)
- প্রবেশপত্র ডাউনলোড শুরু: ৬ মে ২০২৫
- ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ১৬ মে ২০২৫ (শুক্রবার সকাল ১০টা - ১১টা)
ভর্তির যোগ্যতা ও শর্তাবলি:
সাধারণ যোগ্যতা:
- প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে
- SSC (2020, 2021, 2022) ও HSC (2022, 2023, 2024) পাস হতে হবে
- SSC ও HSC এর মধ্যে সময় ব্যবধান সর্বোচ্চ ৩ বছর
(ক) BSc in Nursing:
শুধু বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ (প্রতিটি পরীক্ষায় ন্যূনতম ৩.০০) জীববিজ্ঞানে HSC তে জিপিএ কমপক্ষে ২.৫০
(খ) Diploma in Nursing Science & Midwifery / Diploma in Midwifery:
যেকোনো বিভাগ থেকে পাস করা যাবে মোট জিপিএ ৬.০০, তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০ এর কম নয়
লিঙ্গভিত্তিক আবেদন:
- সরকারি প্রতিষ্ঠানে BSc ও Diploma কোর্সে ১০% আসন পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত
- বেসরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২০% পুরুষ প্রার্থী ভর্তি হতে পারবেন
- Diploma in Midwifery কেবল নারী প্রার্থীদের জন্য
ভর্তি পরীক্ষা ও নম্বর বণ্টন:
পরীক্ষা পদ্ধতি: এমসিকিউ ভিত্তিক, মোট ১ ঘণ্টা, ১০০ নম্বর
BSc in Nursing:
- বাংলা – ২০
- ইংরেজি – ২০
- গণিত – ১০
- বিজ্ঞান (জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন) – ৪০
- সাধারণ জ্ঞান – ১০
Diploma কোর্সসমূহ:
- বাংলা – ২০
- ইংরেজি – ২০
- সাধারণ গণিত – ১০
- সাধারণ বিজ্ঞান – ৩০
- সাধারণ জ্ঞান – ২০
মেধা যাচাইয়ের নিয়ম:
- SSC GPA × ৫ = সর্বোচ্চ ২৫ নম্বর
- HSC GPA × ৫ = সর্বোচ্চ ২৫ নম্বর
- MCQ পরীক্ষা = ১০০ নম্বর
- মোট = ১৫০ নম্বর
- ৪০ বা তদূর্ধ্ব নম্বর পেলে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন
- জাতীয় মেধাক্রমে ভর্তি নিশ্চিত করা হবে
আবেদন ফি:
- BSc in Nursing: ৭০০/- টাকা
- Diploma Courses: ৫০০/- টাকা
- টেলিটক প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে
সংরক্ষিত কোটার নীতিমালা:
- মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রভৃতি সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি বিধিমালা প্রযোজ্য
- উপযুক্ত প্রার্থী না পেলে সাধারণ মেধাক্রম থেকে ভর্তি করা হবে
ফরম পূরণ ও বিস্তারিত তথ্য:
ভর্তির নির্দেশিকা ও যাবতীয় তথ্য পাওয়া যাবে নিচের ওয়েবসাইটগুলোতে:
- ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড লিংক, এখানে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করুন।